অনাথ-প্রতিবন্ধী-বৃদ্ধাদের পাশে কাঁথি লায়নেস ক্লাব

 


ফরিদপুর বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতনের অনাথ,মানসিক প্রতিবন্ধী ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের খাওয়ালো কাঁথি লায়নেস ক্লাব।শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে "রিলিভিং দ্যা হাঙ্গার" কর্মসূচী পালন করা হয় ।

ফরিদপুর বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতনের এই অনুষ্ঠানে কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,লায়নেস ক্লাবের সভাপতি স্বাগতা নন্দ সহ অন্যান্য লায়ন,লিও,লায়নেস সদস্যা-সদস্যারা উপস্থিত ছিলেন।





কাঁথি লায়নেস ক্লাবের সভানেত্রী স্বাগতা নন্দ জানিয়েছেন আসন্ন শারদ উৎসবের আগে ফরিদপুর বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতনের অনাথ,মানসিক প্রতিবন্ধী ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে আনন্দ ভাগ করে নিতেই তাঁরা এই উদ্যোগ নিয়েছিলেন। জানিয়েছেন অনুষ্ঠানে ভুরিভোজ খাওয়ার পাশাপাশি আবাসিক কিশোর-কিশোরীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।ফরিদপুর বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন কর্তৃপক্ষ কাঁথি লায়নেস ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন