দিঘার সৈকতে কুমির,আতংক পর্যটক-মৎস্যজীবি মহলে।

শুক্রবার সাত সকালে বাংলা-উড়িষ্যা লাগোয়া সৈকত শহর তালসারিতে আতংক ছড়ালো ।হঠাৎ উদ্ধার হল দৈত্যাকার কুমির। খবর পেয়ে বনদপ্তর ইতিমধ্যেই উদ্ধার করেছে কুমিরটিকে।

 পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা থেকে অদূরে তালসারি সমুদ্র সৈকতে হঠাৎ করেই মৎস্যজীবীরা দেখতে পান এই দৈত্যাকার কুমিরটিকে। 

স্থানীয় মৎস্যজীবিরা জানিয়েছেন প্রথমে তাঁরা কুমির দেখে চোখে দেখে বিশ্বাস করে উঠতে পারেননি। সৈকতে এই প্রাণীটিকে দেখে বুঝে উঠতে পারেন নি স্থানীয় বাসিন্দারা। তারপর কাছে যেতেই চক্ষু চড়ক গাছ। 

খবর পেয়ে প্রচুর মানুষ ভীড় করেন ঘটনাস্থলে। তালসারির সমুদ্র সৈকতে কুমির দেখতে পাওয়া গেছে জানার পরেই দুই রাজ্যের বহু বাসিন্দা এবং দিঘায় বেড়াতে আসা পর্যটকেরা রীতিমতো ভিড় করেন। খবর দেওয়া হয় বনদপ্তরকে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে কুমিরটিকে।তবে কি ভাবে এতোবড় কুমির তালসারির সৈকতে এলো সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন