কামদুনি ধর্ষণ কান্ডে রাজ্যের গোয়েন্দা সংস্থা সি আইডি ও রাজ্য পুলিশের তদন্তের চরম গাফিলতিতে এবং সরকারি উকিলের নিস্ক্রয়তার ফলে অপরাধীদের জেলমুক্তি ও সাজা কমেছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে আন্দোলনে নামলো কংগ্রেস।
পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংঘটিত হয় বাজকুলে। কংগ্রেস কর্মীরা কামদুনি ধর্ষণ কান্ডে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করার সাথে সাথে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন।
Tags
অপরাধ