মহাসমারোহে খুঁটি পূজার মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের কাটরংকা বাজারে। এদিন মাঙ্গলিক কর্মসূচির পর খুুঁটি পুঁতে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ বিনয়-পট্টনায়ক পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্র, পূজো উদ্যোক্তাদের মধ্যে কুনাল বের গৌতম মহাপাত্র প্রমুখ।
Tags
উৎসব