পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলের সামনে ফাঁকা মাঠে বাগান সৃজনে বিভিন্ন পাতা বাহার, বিভিন্ন ফুল ও এরাইকা পাম গাছ লাগানো হয় অল ইন্ডিয়া ওয়েল ফেয়ার আ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
এই বনসৃজন প্রোগ্রামে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মনজুর রহমান খান, সম্পাদক নুর ইসলাম,সহ সভাপতি সেক সাবের,ড:সেক কাসেদ আলি,মিডিয়া সম্পাদক আব্দুল হাই ও নুর জামাল,সেক আব্দুল আলি, আইনজীবী রামকৃষ্ণ পন্ডা,অপূর্ব মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
Tags
পশ্চিমবঙ্গ