দিঘায় সমুদ্র স্নান করতে নেমে বিপাকে পর্যটক

 





প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া পর্যটক অল্পের জন্য রক্ষা পেল।


আবওহাওয়া দফতরের থেকে জানানো হয়েছে মোকার প্রভাব এ রাজ্যে না পড়লেও সমুদ্র উত্তাল ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তাই শনিবার  বিকেলে প্রশাসনের তরফে  ঘোষনা করা হয় ১৫  মে পর্যন্ত সমুদ্রে স্নান করা যাবেনা পর্যটক কিংবা স্থানীয় বাসিন্দাদের।


পর্যটক,স্থানীয় বাসিন্দা-ব্যাবসায়ীদের সচেতন করতে এই নিয়ে মাইকিং করেছে প্রশাসন।এবং বিচের কিছু ঘাট দড়ি দিয়ে ঘিরে রেখেছে।


প্রশাসনের নির্দেশিকা  অমান্য করে একদল পর্যটক রবিবার সকালে আচমকা স্নান করতে সমুদ্রে নেমে পড়ে।তাদের মধ্যে একজন নিয়ন্ত্রন হারিয়ে যায়।দেখতে পেয়ে নুলিয়ারা দৌড়ে গিয়ে সেই পর্যটককে উদ্ধার করে।


প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন কিছু পর্যটকের কারনে সৈকত শহরে দুর্ঘটনা লেগে থাকে।পর্যটকেরা এই আচরন বন্ধ না করলে দুর্ঘটনা কমবেনা।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন