পটাশপুরে বিজেপির উপরে হামলা:তৃনমুলের দাবি মিথ্যাচার

 



পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে।অভিযোগ  তৃণমূলের হাতে  আক্রান্ত হলেন  শুভেন্দু অধিকারী অনুগামী বিজেপি নেতা তাপস মাজি সহ আরো এক বিজেপি কর্মী সমর্থক। মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পটাশপুর ১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের পায়রানগরি এলাকায়। 



আক্রান্ত বিজেপি নেতা তাপস মাজি তিনি জানান শনিবার রাতে এক আত্মির বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরছিলেন হঠাৎ মাঝপথে রাস্তা আটকায় স্থানীয় তৃণমূলের নেতা হিমাংশু ভূঁইয়া। তারপর বেশ কয়েকজন দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তিনি বাঁস, লোহার রড, দিয়ে বেধড়ক মারধর করে। 


এই বিজেপি নেতার আরো অভিযোগ তাদের কাছে থাকা মোবাইল ও সোনার চেন ছিনতাই করে ধানের ক্ষেতে ফেলে দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। 


প্রহৃতদের অভিযোগ বিষয়টি সম্পর্কে পটাশপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ না যাওয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে আসে। আহতদের প্রথমে গোনাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় । যদিও পরে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। 


তাপস মাজি অভিযোগ করেন পটাশপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পন্ডা ও বড়হাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি বিনয় পট্টনায়ক -এর নেতৃত্বে মারধর করা হয়েছে । এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্বরা। 


অভিযোগ উড়িয়েছে তৃনমূল।স্থানীয় নেতৃত্বের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে অস্তিত্বহীন বিজেপি মিডিয়া ফুটেজ খেতে এই সকল মিথ্যাচার করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন