প্রচন্ড গরমের মাঝে হলদিয়াতে টর্নেডো

 




শিল্প শহর হলদিয়ার রাস্তায় আচমকা দেখা মিলল ‘টর্নেডো’-র। ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে দেখা গেল ধুলোর ‘মেঘ’কে।


মনে করা হচ্ছে, চড়া রোদে বাতাস মারাত্মক গরম হয়ে এই পরিস্থিতি তৈরি হয়। চড়া রোদে বাতাস গরম হয়ে শূন্যস্থান তৈরি হয়েছিল। আর সেই শূন্যস্থান পূরণ করতে দ্রুত ছুটে আসছিল গরম বাতাস। তখনই এই টর্নেডো সৃষ্টি হয়।


গত কয়েক দিন ধরে তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা , তার মাঝে হঠাৎ সামান্যক্ষনের জন্যে  ঘূর্ণিঝড়ের জেরে আতঙ্ক ছড়ায় হুগলি নদী তীরবর্তি  হলদিয়া শিল্পাঞ্চলের সিটি সেন্টারে।





কয়েক দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা  কখনো ৩৯ ডিগ্রি সেলসিয়াস আবার কখনো ৪০ ছাড়িয়ে, এর মাঝেই হঠাৎই ঘূর্ণিঝড় ওঠে, রাস্তায় যেক’জন হাতেগোনা লোকজন উপস্থিত ছিলেন তারা পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন। 


এই প্রাকৃতিক দুর্যোগে কেউ হতাহতের ঘটনা ঘটেনি






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন