প্রতিবেশী রাজ্য আসাম থেকে পশ্চিমবঙ্গের সৈকত শহর দিঘায় বেড়াতে এসে হারিয়ে যায় এক পর্যটক।চার দিন পর সেই ব্যাক্তিকে ফিরে পেল পরিবার।বাবাকে ফিরে পেয়ে দুস্থদের আহার তুলে দিলো মেয়ে।
গত ৩ এপ্রিল আসাম রাজ্যের গৌরিপুর থেকে দিঘার বেড়াতে আসেন ঘনকান্ত দাস সহ তাঁর পরিবারের লোকেরা ।কলকাতা থেকে বাসে করে নতুন দিঘায় এসে একটি বেসরকারী হোটেলে উঠেন এই পর্যটকেরা।পরের দিন সকালে উঠে দেখেন ওই মধ্য বয়স্ক রহস্যজনকভাবে নিখোঁজ।
পরিবারের সদস্যরা এবং হোটেল কর্মীরা সারাদিন খুঁজেও কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার গভীর রাতে দিঘা থানায় অভিযোগ দায়ের করেন ।
নিখোঁজ ব্যক্তির মেয়ে অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে দিঘা থানার পুলিশ।অবশেষে রামনগর এর ১৪ মাইলে খুঁজে পেল ঘনকান্ত দাসকে। বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা মেয়ে। বাবাকে ফিরে পাওয়ার আনন্দে গরিব দুস্থ মানুষদের আহারের ব্যবস্থা করেন পরিবার।
প্রতিবেশী রাজ্য উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়ে গরীব দুঃখী ব্যক্তিদের মুখে আহার তুলে দিলেন তারা।