তীব্র গরম!দিঘায় মাইকিং করে সতর্কতা পুলিশের

 



তীব্র দাবদাহে হাসফাঁস বঙ্গবাসী। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে লু বইবার সতর্কতা জারি করা হয়েছে।এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দিঘাতেয় পুলিশ প্রশাসন এর উদ্যোগে সমুদ্রতীরবর্তী এলাকায় মাইকিং করে পর্যটক ও স্থানীয় বাসিন্দা-ব্যাবসায়ীদের সতর্ক করা শুরু হল। 


রোদের তেজে বাড়ির বাইরে বের হওয়া মুশকিল। ইতিমধ্য়ে রাজ্যে গরমে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের আশঙ্কা শুক্রবার থেকে এই বিপদ বাড়বে। কারণ, আগামী চারদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহ চলবে। একই পরিস্থিতি হবে উত্তরের তিন জেলাতেও। 




তাই সৈকত নগরীতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না হয় তাপপ্রবাহর সতর্কবার্তা জারি করা হয়েছে।  এবার সৈকতনগরী দিঘাতে পর্যটক সহ দোকানদার দের সতর্ক করতে শুরু হলো সমুদ্রতীরে মাইকিং।বৃহস্পতিবার সকাল থেকে দিঘা মোহনা থানার তরফে ওল্ডদীঘা সহ পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রতীরে চলছে মাইকিং।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন