পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ১৪ জন প্রাণী বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকা ঢুকলো লক্ষ লকঢ টাকা । গড়ে ৫ থেকে ১০ লক্ষ টাকা করে ১৪ জনের একাউন্টে ঢুকেছে বলে জানা গেছে।
প্রায় এক কোটি টাকা এভাবে কেন প্রাণী বন্ধুদের একাউন্টে এলো তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে মহিষাদল ব্লক প্রশাসন। ঘটনাটা জানার পরে রাজ্য সরকারকে আক্রমন করে বিরোধীরা অভিযোগ করেছেন টাকা নয়ছয় করে নির্বাচনে খরচ করবে শাসক দল।
গত কয়েকমাসে এ রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এরই মাঝে মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটা ঘটলো পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।
অ্যাকাউন্টে এভাবে লক্ষ লক্ষ টাকা আসায় চিন্তায় ঘুম উড়েছে প্রাণীবন্ধুদের। এমতাবস্থায়, কিভাবে এবং কেন ওই বিপুল অর্থ তাঁদের অ্যাকাউন্টে ঢুকল তার উত্তর খুঁজতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মঙ্গলবার মহিষাদল বিডিও অফিসে প্রাণীবন্ধুরা আসেন। তাদের সঙ্গে বৈঠক করেন ব্লক প্রশাসন ও জেলা মহিলা উন্নয়ন আধিকারিক।তবে এই নিয়ে প্রাণীবন্ধুরা কেউই কোনো মন্তব্য করতে চায়নি।
মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা মহিষাদলের তৃনমুল বিধায়ক তিলক চক্রবর্তী জানিয়েছেন, এটি স্ব-সহায়ক দলের টাকা। ভুল করে প্রাণী বন্ধুদের একাউন্টে ঢুকে গেছে ।
তবে, ব্লক প্রশাসনের টাকা কিভাবে সরাসরি প্রাণী বন্ধুদের অ্যাকাউন্টে ঢুকল, তা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনায় রাজ্য সরকার ও প্রশাসনকে আক্রমন করতে উঠে পড়ে লেগেছে বিরোধীদল গুলি।
অন্যদিকে তৃণমূল বিধায়ক (মহিষাদল),তিলক চক্রবর্তী সমস্ত দায় ঝেড়ে ফেলেছেন। তিনি বলেন এই ব্যাপারটি বিডিও এবং ডব্লিউডি অফিসারে দেখার কথা। বিরোধীদের কটা খেয়ে যাবে তিনি বলেন ওদের পঞ্চায়েত সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই একবার জিততে বলুন। জিতলে পঞ্চায়েতে দায়ভার নিলে সেই অভিজ্ঞতা আসবে এটি কার এক্তিয়ারে পড়ছে।