প্রদীপ কুমার মাইতি
রামনগরের বারাঙায় শবদাহের আগুনে পুড়লো বিস্তীর্ণ জঙ্গল। রামনগর ২ নম্বর ব্লকের দেপাল অঞ্চলের অন্তর্গত বারাঙ্গা শ্মশানের কাছে বিস্তীর্ণ জঙ্গলে লাগলো আগুন। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ঘটনা সূত্রে জানা যাচ্ছে, শ্মশানে শবদেহ দাহ করার সময় আগুনের ফুলকি হওয়ায় উড়ে গিয়ে জঙ্গলে আগুন ধরে যায়। রামনগর ফায়ার স্টেশন অফিসার দিলীপ কুমার গুছাইত বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন দেপাল অঞ্চলের প্রধান অনুপ কুমার মাইতি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর ব্লক প্রশাসন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছেন এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অখিল গিরি। দেপাল অঞ্চলের প্রধান অনুপ কুমার মাইতি জানান, একদিকে প্রচন্ড গরম অন্যদিকে শব দাহের আগুনের ফুলকি ছড়িয়ে বিস্তীর্ণ জঙ্গলে আগুন লেগেছে।
দেপাল অঞ্চলের বারাঙায় জঙ্গলে আগুন লাগায় রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলে কর্মীরা।