ব্রাউন সুগার সহ আটক দুই ব্যক্তি

 



গোপন সুত্রে খবর পেয়ে  পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সোনা পেতা টোল প্লাজায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। 


তমলুক থানার পুলিশ গতকাল রাত্রে গোপন সুত্রে খবর পায় বুধবার সকালে তমলুকের উপর দিয়ে ব্রাউন সুগার পাচার হতে পারে। সেই মত সোনাপাতা টোল প্লাজায় সকাল থেকে নাকা চেকিং শুরু করে পুলিশ।দুপুরে টোলপ্লাজার  কাছে পুলিশ একটি ফোর হুইলার গাড়ি আটক করে। গাড়ির মধ্য থেকে কিছু ব্রাউন সুগার উদ্ধার হয়। তারপরেই ওই দুই ব্যক্তিকে আটক করে তমলুক থানার পুলিশ। 




জানা গেছে আটক দুই ব্যক্তির বাড়ি তমলুক থানার উত্তর সোনামুই গ্রামে।একজনের নাম শেখ নুর ইসলাম,অপরজনের নাম শেখ শাকিল উদ্দিন।


তমলুক থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিনিস গুলি কোথা থেকে আনা হয়েছে এবং এদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন