ইন্দ্রজিৎ আইচ
আজকের বর্তমান সময়ে একমাত্র নারীরাই পারে সব ধরনের কাজ করতে। সেইটা আরো একবার প্রমাণিত হলো।
" সরণ্যা " সম্প্রতি মধ্য কলকাতার এক বাঙ্ককয়েট এ আয়োজন করে ছিলো সরণ্যা থ্রি সমাজের বিশিষ্ঠ মানুষদের সংবর্ধনা। যাদের সংবর্ধনা জানানো হলো তারা হলেন বেঙ্গল পুলিশ এর এডিশনাল এস পি শান্তি দাস, আইনজীবী সোমা ঘোষ, উবের চালক রুমকি
মন্ডল সহ আরো অনেক কৃতি মহিলাকে। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন চিনা কন্সালজেনারেল ঝা লিউ
এছাড়া উপস্থিত ছিলেন সুরেশ সেঠীয়া ও ইমরান জাকি। এই অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিলেন তিন জন মহিলা। তারা হলেন অনিতা দত্ত, সৌমী দত্ত ও সাগতা পাল।