বেসরকারিকরণ, মূল্যবৃদ্ধি প্রতিরোধ সহ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধারিন্দা, মানিকতলা ও পাঁশকুড়া রেল স্টেশন এলাকায় ফ্লাইওভার নির্মাণ, পুনর্বাসন ছাড়া রেলের বস্তি ও দোকান উচ্ছেদ না করা, চন্ডীপুরের মগরাজপুরে বাসস্ট্যান্ড ও রেলগেট তুলে না দেওয়া, নোনাকুড়িতে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা রাস্তা ঢালাই, মেছাদা স্টেশন রোড সংস্কার, সমস্ত রুটে রাতের বাস চালানো, দীঘা-হলদিয়া রেল লাইনে আরো বেশি লোকাল ট্রেন চালান, দেউলিয়াতে আন্ডারপাস নির্মাণ, ভোগপুরে লেবেল ক্রসিং নির্মাণ সহ একগুচ্ছ দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসে ডেপুটেশন দিল নাগরিক প্রতিরোধ মঞ্চ।
ডেপুটেশনে নেতৃত্ব দেন মঞ্চের জেলা আহ্বায়ক মধুসূদন বেরা, সুব্রত দাস,গোপাল মাইতি,স্বপন ভৌমিক প্রমুখ। অতিরিক্ত জেলা শাসক শৌভিক চট্টোপাধ্যায় স্মারকলিপি গ্রহণ করেন। বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট দাবিগুলি পাঠিয়ে দ্রুত ব্যবস্থা আশ্বাস দেন।
মধুসূদনবাবু বলেন, জেলার এই গুরুত্বপূর্ণ দাবিগুলি অবিলম্বে পূরণে ব্যবস্থা গ্রহণ না করা হলে মঞ্চ আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।