মনি স্কোয়ার: "দা ম্যাজিক অফ ৭১"

 



        ইন্দ্রজিৎ আইচ


সামনেই পয়লা বৈশাখ । সেই উপলক্ষে বাংলার নতুন বছরে ভোজন রসিক বাঙালিদের জন্যে মনি স্কোয়ার নিয়ে এলো "দা মনি বৈশাখী ব্লাস্ট - দা ম্যাজিক অফ ৭১"। ভেজ ও ননভেজ  নানা ধরনের খাবার পাওয়া যাবে সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।


 এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মনি স্কোয়ার এর মনি গ্রুপের প্রধান সুদর্শনা গাঙ্গুলি জানালেন প্রতি বছরের মতন এবারও ৭ থেকে ১৪ এপ্রিল মনি স্কোয়ার বাংলা নববর্ষ উপলক্ষে মাত্র ৭১ টাকায় নানা ধরনের আমিষ বা নিরামিষ খাবার পাওয়া যাবে।যেমন চাউমিন, মোগলাই, চিলি চিকেন, চা,কফি, সরবৎ থেকে হাক্কা চাউ, মোমো, বিরিয়ানি, ধোশা, ইডলি, ফিশ কাটলেট, চিলি চিকেন।সেই সব খাবারের আজ প্রমোশন হয়ে গেলো বাইপাস মনি স্কোয়ার এর ফুড কোট এ।


 উপস্থিত ছিলেন মডেল মাধবীলতা মিত্র, ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী, ইন্দ্রনীল মুখোাপাধ্যায়, লোপামুদ্রা মন্ডল, সায়ন্তনী গুহঠাকুরতা, জন সেনগুপ্ত সহ আরো অনেক ব্যাক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন