দুয়ারে সরকার শিবিরে পাওয়া অভিযোগ দ্রুত খতিয়ে দেখার নির্দেশ

 



 বাংলার প্রতিটি মানুষ যাতে সরকারি প্রকল্পের পরিষেবা পায় তার জন্য ষষ্ঠ দফার দুয়ারে সরকার  কর্মসূচি গ্রহন করা হয়েছে রাজ্যের ২৩ টি জেলায়। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি  শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলাতে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি।


 প্রথম দিন থেকে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জেলার বিভিন্ন শিবিরে যাচ্ছেন। শিবিরের আধিকারিক ও সাধারণ মানুষের সাথে কথা বলছেন। ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবিরে একটি অভিযোগ ও মন্তব্য প্রদানের জন্য বাক্স করা হয়েছে। সেই বাক্সে সাধারণ মানুষ তাদের অভিযোগ যেমন জমা করছেন তেমনি তাদের মন্তব্য লিখে জমা দিচ্ছেন।



 এদিন তাম্রলিপ্ত পুরসভার দুয়ারে সরকার শিবিরে ঢুকেই প্রথমে অভিযোগ বাক্স খুলে দেখেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সেই সময়ে সেখানে  উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান নীলা মাভৈ রায় সহ অন্যান্যরা। অভিযোগ বাক্সে জমা হওয়া অভিযোগ কপি দ্রুত পড়ে অভিযোগকারির সাথে যোগাযোগ করে সমাধান করার নির্দেশ দেন। সেই সাথে আধিকারিকদের ধমক দিতেও দেখা যায়।


 তিনি আধিকারিকদের জানান ফিল্ডে যান, সাধারণ মানুষের সমস্যা দূর করার চেস্টা করুন। উপস্থিত মানুষজন পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কি না তাও তিনি কথা বলে জানেন। আবহাওয়া  নিয়ে তিনি বলেন, আবহাওয়া একটু সমস্যা করছে। যারা আসতে পারবে না তারা অন্যান্য দিন যে কোনো শিবিরে গিয়ে আবেদন করতে পারবে।

 ১  এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহন এবং ১১ তারিখ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের পরিষেবা প্রদান করা হবে। বাংলার প্রতিটি মানুষ যাতে সরকারি পরিষেবা পায় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনে পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান জেলাশাসক।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন