নন্দীগ্রামের তৃনমূল নেতা সেক সুফিয়ানকে ব্যাঙ্ক নোটিশ

 


রাজ্যের বিভিন্ন প্রান্তে  তৃনমূল বিধায়ক-নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার সাম্প্রতিক সময়ের নিত্যদিনের ঘটনা। তার মধ্যেই তৃনমূলের নন্দীগ্রামের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি সেক সুফিয়ান ব্যাঙ্ক থেকে নেওয়া ঋনের টাকা শোধ না করায় তাকে  নোটিশ ধরালো কর্তৃপক্ষ। শুধু সেক সুফিয়ান নয়,তাঁর ঋনের গ্যারেন্টারদেরকেও নোটিশ ধরিয়েছে ব্যাঙ্ক। বিষয়টি জানাজানি হতেই নন্দীগ্রাম জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। 


সুত্রের থেকে জানা গেছে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নন্দীগ্রাম ব্রাঞ্চ থেকে বাড়ি করার জন্যে ঋন নিয়েছলেন সেক সুফিয়ান। গত ২০১৪ সালে জাহাজের আদলে তৈরী এই বাড়ি তৈরীর জন্যে ২৫ লক্ষ টাকা ঋন নিয়েছিলেন সেক সুফিয়ান। সুত্রের দাবি গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাস অবধি কিস্তির টাকা দিয়েছেন। তারপর গত এক বছরের বেশী সময় ধরে কিস্তির টাকা জমা করেন নি সেক সুফিয়ান। 


সুত্রের দাবি শুধু বাড়ি নয়,ট্রলার কিনতেও কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখা থেকে গত ২০২০ সালের মার্চ মাসে ঋন নিয়েছিলেন নন্দীগ্রামের এই তৃনমূল নেতা। সুত্রের দাবি তার পর তিন বছর কেটে গেলেও কিস্তির একটাও টাকা ব্যাঙ্কে জমা দেয়নি এই তৃনমূল নেতা। সুত্রের দাবি কয়েকবার নন্দীগ্রামের এই তৃনমূল নেতার সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু কোন আলোচনা ফলপ্রসু না হওয়ায় সেক সুফিয়ান এবং তাঁর ঋনের গ্যারেন্টারদের নোটিশ পাঠিয়েছে ব্যাঙ্ক। 

এই বিষয়ে জানতে বারবার সেক সুফিয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও,যোগাযোগ করা যায়নি

    

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন