শহীদ বেদিকে সামনে রেখে বলে গেলাম
সিপিএমকে সাফ করেছি, পিসি ভাইপোকে একেবারে গ্যারেজ করব,বক্তা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁদের তীব্র আক্রমন করলেন শহীদ স্মরনের মঞ্চ থেকে।
গত ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল। সেই দিনটি বরাবরই ‘শহিদ দিবস’ হিসাবে পালন করে আসছে তৃনমূল ও তৎকালীন তৃনমূল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যাওয়ার পর নন্দীগ্রামে একই দিনে পৃথক পৃথক ভাবে এই কর্মসূচি পালন করে তৃণমূল ও বিজেপি। এ বার বিজেপি অভিযোগ তোলে, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু ‘শহিদ দিবস’ পালনের আর্জি জানিয়ে পুলিশের কাছে সভা করার অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। তা নিয়ে সোমবার হাই কোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু। উচ্চ আদালত তাঁকে ‘শর্তসাপেক্ষে’ সভা করার অনুমতি দেয়।
সেই সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন আমার স্বাধীন মত, স্বাধীন পথ আমি গ্রহণ করতে পারি।
তৃণমূলের ভীষণ গাত্রজ্বালা।গত ২০২১ সালে নোংরামো করেছে, ২০২২ সালে করার চেষ্টা করেছে, এবারে নতুন ফন্দি এটেছিল
২০০ জিহাদি জড়ো করে এই জায়গাকে সকাল থেকে দখল করে রাখবে।
শুভেন্দুর অভিযোগ নির্লজ্জ দলদাস চটি পুলিশ মমতা ব্যানার্জির পা চাঁটে লজ্জা লাগেনা ,এখানে সেন্ট্রাল ফোর্স দাঁড় করাতে হয়েছে হাইকোর্টের নির্দেশে।
এর পরেই বিধানসভার বিরোধী দলনেতার ঘোষনা আমি এই শহীদ বেদিকে সামনে রেখে বলে গেলাম সিপিএমকে সাফ করেছি, পিসি ভাইপোকে একেবারে গ্যারেজ করব।আগামী বছর দেখা হবে।তখন ভাইপো বাইরে থাকবে না, ভেতরে থাকবে ২৪ সালে দেখা হবে ১৪ই মার্চ ।
Tags
পশ্চিমবঙ্গ