।। মাধাখালীতে হস্তশিল্প মেলা ।।


এক্তারপুর ঐক্য সম্মিলনী ও NSIC, National SC ST Hub, কোলকাতার যৌথ আয়োজনে দশদিন ব্যাপী হস্তশিল্প মেলার সমাপ্তি দিবসে হস্তশিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন ও শংসাপত্র প্রদান করা হয়৷
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার স্থায়ী সভাপতি সমরেশ সুবোধ পড়িয়া ৷ উপস্থিত ছিলেন কবি-সম্পাদক অজিতকুমার জানা৷ যাঁদের উপস্থিতি ও উপস্থাপনায় দশদিনের মেলা সাফল্যলাভ করেছে; ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ও শহর থেকে আসা আর্টিসান / হস্তশিল্পীদের মেমেন্টো ও শংসাপত্র প্রদান করা হয়৷

 দশদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শেষে কো-অর্ডিনেটর ওমপ্রকাশ মাইতি হস্তমেলার সাফল্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামাপদ রাণা৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন