তৃণমূল এখন দুধ দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে।তাই অনেক মিরজাফরের মুখোশ খুলে গেছে। নন্দীগ্রামে ভাঙাবেড়া ব্রিজে ‘শহিদ দিবস’ পালনের মঞ্চ থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
২০০৭ সালের ১৪ মার্চ এই ভাঙাবেড়া ব্রিজের কাছেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ১৪ জন সদস্যের। সেই দিনটি বরাবরই ‘শহিদ দিবস’ হিসাবে পালন করে আসছে তৃনমূল।শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরে আলাদা করে দিনটি পালন করে বিজেপিও।
এদিন শুভেন্দুর সভার পর সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে ভাঙাবেড়া ব্রিজের কাছে তৃণমূল আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,অখিল গিরি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমেন মহাপাত্র-সহ তৃণমূলের অন্য নেতৃত্বরা।
সায়ন্তিকা বলেন মুসলিম পরিবারে কেউ জন্মালে যেমন তার নাম আজ মীরজাফর রাখা হয় না তেমন হিন্দু পরিবারে পুত্রসন্তান জন্মালে শুভেন্দু রাখা হয় না।বলেন নন্দীগ্রামের মানুষ জানে আপনি লোডসেডিং এমএলএ।এত পাপ করেছেন সেই পাপ ধোয়া যাবে না।
তৃনমূল নেত্রীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ছেলের মতো ভালো বেসেছিলেন,উনি তো মন থেকে ভাল বেসেছিলেন, উনি তো কোনও দোষ করেননি।
Tags
পশ্চিমবঙ্গ