তৃনমূলের গোলাপঃ অধিকারীদের ভরসা ওম বিড়লা আর পুলিশ

 



রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি অভিষেক ফোবিয়ায় ভুগছেন ! এই দাবি করে শুভেন্দুর মানসিক সুস্থতার কামনায় তাঁর কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে গোলাপ ফুল আর অভিষেকের ছবি দেওয়া গ্রিটিংস পাঠানোর কর্মসূচী নিয়েছে তৃনমূল। 


পূর্ব ঘোষিত এই কর্মসূচীর জেরে সোমবার সকাল থেকে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গেট ওয়েল সুন কার্ড নিয়ে দফায় দফায় হাজির হচ্ছেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। সেই ভীড় থেকে সুস্থতার প্রার্থনার সাথে সাথে কটুক্তিও ভেসে আসছে শান্তিকুঞ্জের বাসিন্দার উদ্দেশ্যে। সেই বিড়াম্বনা থেকে রেহাই পেতে এবার লোকসভার স্পীকার ওম বিড়লা ও কাঁথি থানার স্মরনাপন্ন হল শান্তিকুঞ্জের বাসিন্দা শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীরা।


নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের তৃনমূল  সাংসদ দিব্যেন্দু অধিকারী এদিনের এই কর্মসূচীকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন।তিনি  বলেন,বাড়ির সামনে তৃণমূলের এই কর্মসূচিতে পরিবারের সদস্যরা ক্ষুব্ধ।


 দিব্যেন্দু জানান, তাঁর বাবা শিশির অধিকারী সমস্ত ঘটনা লোকসভার স্পিকারকে জানিয়েছেন।উল্লেখ্য শিশির অধিকারী তৃনমূলের টিকিটে জয়ী কাঁথির সাংসদ  ।দিব্যেন্দু আরও বলেন, বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন। রাজনীতির নামে যা হচ্ছে তা নিয়ে বলার কিছু নেই।

https://twitter.com/SuvenduWB/status/1592152965540114432?t=DNoT-u-RUibItoKw87fG2w&s=19

তবে শুধু দিব্যেন্দু নয়,তাঁর দাদা শুভেন্দু অধিকারীও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একটি টুইট করেছেন  । 

https://twitter.com/SuvenduWB/status/1592152955201159173?t=MR7TIrrjxraVwaqDxftJ4A&s=19

তিনি লিখেছেন, ওরা খুব ভাল করেই জানে, বাড়িতে আমার ৮৪ বছর বয়সী বাবা, শিশির অধিকারী ও ৭৫ বছর বয়সী মা গায়ত্রী অধিকারী রয়েছেন। বাড়ির সামনে স্লোগান দিয়ে, উত্তেজনা তৈরি করে ওরা ইচ্ছাকৃত বাবা-মাকে বিরক্ত করার চেষ্টা করছে।


যদিও এই পরিস্থিতির জন্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দায়ী করছেন  শাসক দলের কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃনমূলের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি। 


সুপ্রকাশ বলেন,প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি, সারা বাংলা জুড়ে একটা লোক পাগলামি করে বেড়াচ্ছে। তিনি আবার আমাদের এলাকার লোক।তাই ওঁর (শুভেন্দু) পাগলামি বন্ধের ট্রিটমেন্ট আমরা শুরু করেছি।



তবে তৃনমূলের এই গান্ধীগিরি বন্ধে ময়দানে নেমে পড়েছে শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীরা।সকালে লোকসভার স্পীকারকে ফোন করে ঘটনাটা জানানোর পরে রাত্রে কাঁথি থানায় তৃনমূলীদের বিরুদ্ধে অধিকারীদের আইনজীবি অভিযোগ দায়ের করেছেন বলে সুত্রের দাবি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন