ডেঙ্গু সচেতনতায় অঙ্কন প্রতিযোগিতা রোটারী ক্লাবের

 




ডেঙ্গু সচেতনতায় অভিনব উদ্যোগ কাঁথি রোটারী ক্লাবের।


শিশু দিবসকে সামনে রেখে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা ডেঙ্গু রোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিলো এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি।


এই মুহূর্তে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। পাঁচ, ছ’টি জেলায় রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রতিনিধি পাঠিয়েছে। ফি দিনই এক, দু’জনের মৃত্যুর খবর মিলছে। শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে।অন্যদিকে, আক্রান্তের হিসেব রাজ্যের তথ্য অনুযায়ী ৫২ হাজারের বেশি। সচেতনতা বাড়াতে লাগাতার প্রচার চালাছে রাজ্য স্বাস্থ দফতর।




এর মধ্যেই শিশু দিবসকে সামনে রেখে কাঁথি মডেল স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে কাঁথি রোটারী ক্লাব।ডেঙ্গুর সচেতনতা বাড়ার অঙ্কনের বিষয় করা হয় " নিতে হবে সাবধানতা,ডেঙ্গু রোধে চাই সচেতনতা"।


আয়োজকদের সুত্রে জানা গেছে চারটা বিভাগে প্রায় ৬০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিলো। 


ডেঙ্গু সচেতনতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন কাঁথি রোটারী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাঁথির শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন