দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ও সমিতি পরিচালিত শ্যামচক চয়নিকা ক্লাস্টার এর ব্যবস্থাপনায় ও পরিচালনায় কলকাতা ভিসান এক্স ল্যাব এর সহযোগিতায় আজ শ্যামচক (এম.পি.সি.এস )বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় স্থলে ১৬৩ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এই চশমা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যমচক হাই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ মাইতি ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা চক্রবর্তি , ক্লাস্টার এর সহ - নেত্রী আঙ্গুর মণ্ডল, কাজলা জনকল্যাণ সমিতির কো-অডিনেটর জয়ন্ত পন্ডা ও কুলতলীয়া ইউনিটের সকল কর্মীবৃন্দ প্রমূখ।
Tags
ফিচার