এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা ভেবে এবার এগিয়ে এলো তাজ কনস্ট্রাকশন। পূর্ব মেদিনীপুরের এগরার মুকুটে নতুন পালক গড়লো। এদিন এগরা কলেজ মোড়ে তাজ কনস্ট্রাকশনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরার পৌর প্রধান স্বপন কুমার নায়ক, জেড়থান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিহারী সাউ, বিশিষ্ট সমাজসেবী উদয় শংকর পাল, কাউন্সিলর জয়ন্ত সাউ, সমাজ কর্মী অশোক দাস ও লিয়াকত মল্লিক প্রমূখ।
সংস্থার কর্ণধার সেক মুক্তাজল বলেন, কর্মসংস্থানের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে।
Tags
আপডেট