খেজুরীর কলাগেছিয়ায় ভয়েস অফ খেজুরী পরিবারের পঞ্চম বার্ষিকী জন্মদিনটি পালিত হোল। পৌরহিত্য করেন শিক্ষক অর্নব দাস।
সদস্য-সদস্যারা কেক কেটে ও বিগত দিনের কর্মসূচীগুলির সাফল্য -ব্যর্থতা এবং আগামীদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করে দিনটি উদযাপন করেন।
উপস্থিত ছিলেন সুদর্শন সেন, দূর্গা দাস,উৎপল সামন্ত, ভীষ্মদেব দাশ, সমাদৃতা মাইতি, দীনেশচন্দ্র মন্ডল প্রমুখ।