তৃনমূলের দুর্নীতি প্রকাশ করবে ০৩৩-৪১৮০-৭৫০৬

 




০৩৩-৪১৮০-৭৫০৬ । এটা শুধু একটা নম্বর নয়,শাসকের বিরুদ্ধে একেবারে বুথ স্তরের বাম কর্মীদের লড়াইয়ের হাতিয়ার। এই ১১ সংখ্যার নম্বর ব্যাবহার করে রাজ্যের শাসক তৃনমূলের বিরুদ্ধে পঞ্চায়েত স্তর থেকে প্রতরোধ গড়ে তোলার স্বপ্ন দেখছে আলিমুদ্দিন স্ট্রিট।


রাজ্য রাজনীতিতে জমি পুনরুদ্ধারে সিপিএমের একমাত্র লক্ষ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন।আর সেই নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মসূচি নিয়েছে দল।শাসক দল তৃনমূলের নেতা-নেত্রীদের দুর্নীতিকে আরো বেশী করে তুলে ধরে মানুষের মন জয় করাই সিপিএমের নতুন কর্মসূচীর অঙ্গ। কি ভাবে ?


দলের পক্ষ থেকে ইতিমধ্যেই ০৩৩৪১৮০৭৫০৬ নম্বর প্রকাশ করা হয়েছে।গ্রাম বাংলায় কোনও দুর্নীতি হলে অথবা শাসক দলের কোনও নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে ফোন করতে হবে নির্ধারিত  নম্বরে। এরপর দলের তরফে সেই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। যাচাই করার পর পদক্ষেপ করা হবে। সেটা প্রশাসনিক, রাজনৈতিক অথবা আদালতের দারস্থ হওয়া। আর এসব নিয়ে প্রচার চালানো হবে।


সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন তৃনমূল দুর্নীতিতে ডুবে আছে ।এবার সেটা বুথ স্তর থেকে তুলে ধরা হবে । এবার নজরে পঞ্চায়েত৷ মানুষ যোগাযোগ করবে। এটা আমাদের ভলেন্টিয়াররা তৈরি করেছেন। আমরা বাড়তি তথ্য চাইছি না। নাম বলাটাও আবশ্যিক নয়। আমরা নাম গোপন রাখবো৷ আদালত-সহ সব কিছুই আমরা করব। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন