মরণাপন্ন প্রসূতি মাকে বাঁচাতে অভিনব উদ্যোগ

 



মরণাপন্ন প্রসূতি মাকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিলো স্বাস্থ্য দপ্তর।  স্বাস্থ্য ভবনের নির্দেশে জেলা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সরঙ্গির তৎপরতায় এই  সর্বপ্রথম অত্যাধুনিক এ এল এস আই সি ইউ অ্যাম্বুলেন্স করে মরণাপন্ন প্রসুতি মা কে বাঁচাতে কাঁথি মহকুমা হাসপাতাল থেকে ভর্তি করা হলো এস এস কে এম এর জরুরী আই সি ইউ তে । 

কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রজত কুমার পাল এবং অ্যাসিস্ট্যান্ট সুপার সেখ মইদুল রহমান জানান কাঁথি ৩ ব্লকের করলদা নিমকবার গ্রামের সাবেরা বিবির প্রসব যন্ত্রণা বাড়াবাড়ি হলে পরিবারের লোকেরা গত ১৮ জুলাই কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করান । উচ্চ রক্তচাপ ও খিচুনি দেখা দেওয়ায় হাসপাতালের চিকিৎসকরা একটি মেডিকেল টিম তৈরি করে হাসপাতালে এইচ ডি ইউ তে নজরদারিতে রাখেন।  

কিন্তু মেডিকেল টিম গঠন করা হলেও রোগীর অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ মা কে বাঁচাতে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় বিষয়টি জানান । জেলা স্বাস্থ্য দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় স্বাস্থ্য ভবনে জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরণাপন্ন সাবেরা বিবিকে বাঁচাতে আই সি ইউ এম্বুলেন্স কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়ে সাবিরা বিবিকে নিয়ে এস এস কে এম এর আই সি ইউ তে ভর্তি করানো হয় । বর্তমানে সাবিরা বিবি আপেক্ষিক সুস্থ বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন