বনমহোৎসব উপলক্ষে পথ চলতি সহ সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করল রোটারি ক্লাব অফ কন্টাই । "গাছ লাগান পরিবেশ বাঁচান" এই লক্ষ্যে প্রত্যেক মানুষকে গাছ লাগানোর উপকারিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।
পেয়ারা আকাশমনি, মেহগনি সহ বিভিন্ন ফলের চারা প্রায় ২ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয় । এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রীত্যেশ দাস, সম্পাদক সুতনু মাইতি, গৌতম রায়, কৃষ্ণেন্দু মাইতি, দেবজ্যোতি দাস, জয় দাস মুন্দ্রা, ইনার হুইল ক্লাবের পক্ষে অসীমা গুড়িয়া, অতসী দাস, রিতা ভূঁইয়া প্রমুখ।
বিকেলে কন্টাই পাবলিক স্কুলের পরিবেশ সৌন্দর্যায়ন এর লক্ষ্যে রোটারি ক্লাব অব কন্টাই এর পক্ষ থেকে পলাশ সহ নানা ফুলের গাছ লাগানো হয় । উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন।