বিজেপির সভায় বিশৃঙ্খলা রুখতে ব্যবস্থা নিয়েছে হাইকোর্উঃত্তম বারিক





প্রদীপ কুমার মাইতি


 গণতান্ত্রিক দেশে সংবিধান ও আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। ২১শে জুলাই যেহেতু ধর্মতলায় শহীদ সমাবেশ হয় নিশ্চিতভাবে আরেকটি রাজনৈতিক দলকে সভা করার জন্য পুলিশ অনুমতি দেয়নি তার কারণ ঝুঁকি নিতে চাননি। কলকাতা হাইকোর্ট যেহেতু বিজেপিকে সভা করার অনুমোদন প্রদান করেছেন নিশ্চিতভাবে সেই এলাকায় কিভাবে শান্তি শৃঙ্খলা বোঝাই থাকবে তাঁর দিক নির্দেশিকাও হাইকোর্ট দিয়েছেন তাতে আমাদের কোন আপত্তি নেই। 

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিংদা বাজারে আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উলুবেড়িয়াতে কোলকাতা হাইকোর্টের সভার অনুমতির প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেন পটাশপুরে তৃণমূল বিধায়ক উত্তম বারিক ।

 তিনি দাবি করেন, হাইকোর্টের মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তাতে বিজেপির সভাতে বিশৃঙ্খলা হওয়ার কোন সম্ভাবনা নেই। সভাস্থলে প্রশাসনিক কর্তাব্যক্তিরা থাকবেন। সেটা তারা ভালোভাবে দেখবেন এবং হাইকোর্টের নির্দেশে তাঁরা দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। 

পাশাপাশি এ দিন ব্রজলালপুরে তৃণমূলের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। এ দিনের সভায় উপস্থিত ছিলেন পটাশপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ পন্ডা, দলের সাধারণ সম্পাদক হরিপদ দাস মহাপাত্র, সহ সভাপতি বিনয় পট্টনায়ক, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বের, জেলা পরিষদের সদস্য রিজিরা বিবি ও পটল আদক, ব্লকের কর্মদক্ষ আহাদ আলী,শিশির জানা, দীপক পয়ড্যা, মোকসেদ আলি খান, প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন