প্রদীপ কুমার সিংহ
পশ্চিমবাংলা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ই ডির পক্ষ থেকে গ্রেফতার করায় সারা পশ্চিমবাংলা জুড়ে সি পিআইএমের শাখা ডি ওয়াই এফ্ আই এর পক্ষ থেকে আন্দোলনে নামে।
রবিবার বিকালে বারুইপুর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম পার্টির শাখার ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে একটি মিছিল হয়। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের ডি ওয়াই এফ আই এর সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। এই মিছিলটি হয় বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর রেলগেট পর্যন্ত। ডি ওয়াই এফ আই এর এক কর্মীকে নকল পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে কোমরে দড়ি বেঁধে মিছিলে অগ্রভাগে নিয়ে যায়। প্রায় ১০০ মত ডি ওয়াই এফ আই কর্মী এই মিছিলে অংশ গ্রহন করে।
সম্পাদিকা কে প্রশ্ন করা হলে তিনি বলেন ইডি পার্থ চট্টোপাধ্যায় কে জেরা করেছে তারপর গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এবং পদত্যাগ করতে হবে। তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস যবে থেকে পশ্চিমবাংলা সরকার চালাচ্ছে তবে থেকেই চুরি করে আসছে ।সরকার তৈরি করার আগেও চুরি করেছে।