কাজলা জনকল্যাণ সমিতির পরিচালনায় এবং কাঁথির প্রখ্যাত পলিক্লিনিক এম এম সেন্টারের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় জনকল্যাণ সমিতির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে রক্তের হিমোগ্লোবিন সুগার এবং ই সি জী পরীক্ষা।
রবিবার সকালে এই শিবিরের উদ্বোধন করেন সমিতির সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা। স্ত্রী এবং প্রসুতী রোগের ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডঃ শান্তনু মহাপাত্র মেডিসিনের জন্য রোগীদের দেখেন ডাক্তার প্রদীপ পাল এছাড়াও কাঁথির প্রখ্যাত প্যাথলজি সেন্টার এর কর্মকর্তারা উপস্থিত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করেন । এম এম সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন কর্ণধার সুজীত পাহাড়ী।
এদিন শিবিরে প্রায় দুই শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষা হয়। শিবির পরিচালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির পরিচালন সমিতির সদস্য অশোক খুঁটিয়া , কামদেব সিট কাজলা জন্যকল্যাণ সমিতির স্বাস্থ্য কোডিনেটর ডাক্তার সলিল দত্ত।