এক সপ্তাহ ধরে পরিবেশ সপ্তাহ পালন কাজলা জনকল্যাণ সমিতির




কাজলা জনকল্যাণ সমিতি কেন্দ্রীয় অফিসের উদ্যোগে সারাদাময়ী  শিশু শিক্ষা নিকেতন, মহিলা দল, তপোবন শিশু আবাসের উদ্যোগে ১৪ - ২০ শে জুলাই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 


উল্লেখ্য ১৪ই জুলাই উত্তর সরদা সংসদে সুপারি ও নারিকেলের বাগান তৈরি হয় যা স্থানীয় মহিলা দলে রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকবে। এই দিনে বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে, নিজস্ব বিদ্যালয় ও কেন্দ্রীয় অফিসে।


১৫ জুলাই সরদা, হিঞ্চি কাজলায় ও জালালপুরের জন্য ২০ জনকে ১০ টি ফল গাছ দত্তক হিসেবে প্রদান করা হয়। অন্যান্য দিনগুলিতে হারিয়ে যাওয়া গাছের নামের তালিকা তৈরি হার্বেরিয়াম, অংকন, স্লোগান তৈরি, পোস্টার তৈরি, কুইজ, শাক চেনানো, ও সংরক্ষণ করা হয়। শেষ দিন বৃক্ষ পূজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে দেশপ্রাণ ব্লকের শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক বিপ্লব প্রিয় গিরি, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সারদা গিরি প্রমূখ ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তপবন শিশু আবাসের সুপারিনটেনডেন্ট দিপালী নন্দী ও সারদাময়ী শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রতন অধিকারী ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন