প্রদীপ কুমার সিংহ
কাশিপুর অন্যরূপ প্রযোজিত নাটক ""নীড়ে ফেরা'' নাটকটি মঞ্চস্থ হয় মঙ্গলবার সন্ধ্যায় তপন থিয়েটারে। এই নাটকের মূল ভাবনা ছিল সহায় সম্বলহীন পথবাসি কতগুলো মানুষকে তাদের অতীত জীবনে ফিরিয়ে দেওয়া ।যা একান্ত ভাবে সম্ভব, পরশমণির ছোঁয়ায়। এক কথা বলা যায় যে লোহা নাকি সোনা হয়।
এই আবেগময় আবেদনের বাস্তব ছবি ফুটে উঠেছে ''নীড়ে ফেরার'' মধ্যে দিয়ে। নাটকটি রচনা করেন শ্যামাকান্ত দাস, পরিচালনা করেন করুন তরফদার।
নাটকটিতে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ১৪ জন অভিনেতা অভিনেত্রী অভিনয় করে। তপন থিয়েটারে এই দিন সন্ধ্যায় বেশ ভালই দর্শক হয়েছিল।