লায়ন্স ক্লাব অফ কন্টাই সেনটেনিয়ালের ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা ও সুগার নির্ণয় শিবির অনুষ্ঠিত হলো শ্যামপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে । পরিচালনায় ছিল কাঁথি ভোলানাথ চক্ষু হাসপাতাল। ১১৭ জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং ৩০ জনের ছানি নির্ণয় করে চশমা বিনামূল্যে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সভার নেত্রী সুচেনন্দ্রা মাইতি সম্পাদক সহ আগমনী সিনহা সহ মিনতি পাহাড়ি, মেঘনা জানা, সোমা জানা সহ অন্যান্য সদস্যগণ । অনুষ্ঠানের সহযোগিতা করেন উত্তর তাজপুর সানরাইজ ক্লাব।