সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠন ও রামনগর কৃষক সংগ্রাম কমিটির ডেপুটেশান

 




বালিসাইতে সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠন ও রামনগর কৃষক সংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে সারের কালো বাজারি - মজুতদারী ও সরকার নির্ধারিত দামের বাইরে প্রায় দেড়গুন দামে আদায় করার বিরুদ্ধে এবং প্রতি অঞ্চলে ধান কেনার মান্ডি চালুর দাবীতে আজ রামনগর--২ ব্লক কৃষি আধিকারীকের নিকট  ডেপুটেশান দেওয়া হয় ৷

 সংগঠনের প্রায় শতাধীক কর্মী ও সমর্থকেরা বিকেলে বালিসাই বাজারে মিছিল করে আধিকারীকের নিকট সমবেত হয় ৷ সেখানে এক সভায় অল ইন্ডিয়া কিষান  ক্ষেত মজুর সংগঠনের জেলা সম্পাদক ও রামনগর কৃষক সংগ্রাম কমিটির উপদেষ্টা জগদীশ সাউ বলেন আমন চাষের মরসুমে যেভাবে সারের কালোবাজারি হচ্ছে তা প্রশাসন উদাসিন ৷ চাষিরা প্রতারিত হচ্ছে ৷ অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামী সাত দিনের পরে আধিকারীককে ঘেরাও ও সারের দোকানে কৃষকরা পিকেটিং করবে ৷ 

এরপর একই দাবী সহ পিছাবনী খালে চিংড়ি মাছ প্রসেসিং কারখানার দূষিত জল ফেলা বন্ধ করা ও মা নমিতা রাইস মিল থেকে কৃষকদের বকেয়া টাকা আদায়ের দাবীতে রামনগর ২ নম্বর বিডিওর নিকট ডেপুটেশান দেওয়া হয় ৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন