শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শনিবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি ।এর পরেই বিরোধী দল সিপিএম থেকে ধেয়ে এলো তীব্র আক্রমন।সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ কুলাঙ্গরা বসে আছে নবান্নের মসনদে আর এর জন্যে মাথা হেট হচ্ছে রাজ্যের।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন এটা প্রত্যাশিত ছিলো।কিন্তু এর জন্যে বাংলার নাম কলুষিত হল ।বলেন কুলাঙ্গরা নবান্নে বসে থাকায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে।মন্ত্রী গ্রেফতার হওয়ায় সারা দেশের কাছে কি বার্তা গেল তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন সুজন