প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অসিত রঞ্জন পাল।
শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ তমলুক জেলা হাসপাতালে তার মৃত্যু হয় । তার মরদেহ জেলা কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হলে মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে শেষ শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের সভাপতি সহ জেলার নেতৃবর্গ।
উপস্থিত সকলে প্রয়াত অসিত রঞ্জন পালের আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান ।