প্রবল বর্ষাতে ভাঙল বাড়ি, পাশে দাঁড়ালেন বিডিও





 

প্রদীপ কুমার মাইতি


বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আস্ত এক মাটির বাড়ী। অল্পের জন্য প্রাণে বাঁচলো বাড়ির পরিবারের সদস্যেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। 

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বেলদা গ্রামের ঘটনা। শুক্রবার বিকেল ৫ টা নাগাদ বেলদা গ্রামের বাসিন্দা অমিয় দাসমহাপাত্রের আস্ত এক মাটির বাড়ী হটাৎই ভেঙে পড়লো। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন অমিয় বাবুর বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। বৃষ্টির জেরে কাঁচা বাড়ির মাটির দেয়াল হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর জেরে বেশ কিছু পোল্ট্রি মুরগি মারা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে বাড়ির কেউই হতাহত হননি বলে সূত্রের খবর। এই ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে সরজমিন পরিদর্শন করেন পটাশপুর ১ ব্লকের বিডিও পারিজাত রায়। সঙ্গে ছিলেন পটাশপুর ১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক হরিপদ দাসমহাপাত্র ও যুবনেতা উজ্জ্বল দাসমাহাপাত্র। 

বিডিও ওই ভাঙা বাড়ী ঘুরে দেখেন। পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে ত্রিপল, শাড়ি ও বিশেষ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন খোদ বিডিও। তবে ভাঙা বাড়িতে কি ভাবে দিন যাপন করবেন তা নিয়েই খুবই দুশ্চিন্তায় রয়েছে অসহায় পরিবারটি!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন