চন্দনপুর ঐক্যতান জনকল্যান সমিতির পঞ্চম বছরের দূর্গা পূজার খুঁটি পূজা হল । পটাশপুর ২ ব্লকের এই পুজো পরপর জেলার শীর্ষ স্থান অধিকার করে। এই খুঁটি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করে অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারী অমিত মাইতি ।
এছাড়া উপস্থিত ছিলেন ক্যারাটে কোচ সাগর সামরই, শিক্ষক অতনু দাস মহাপাত্র, ক্রীড়াবিদ জগন্নাথ দাস, সমাজসেবী আলোক প্ন্ডা, মৃগেন্দ্রনাথ বেরা প্রমূখ। এই খুঁটি পূজা উপলক্ষে ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী অমিত মাইতি কে বিশেষ সম্বধর্না দেওয়া হয় ঐক্যতান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে।