পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের মানুর গ্রামে বিজেপি কার্যকর্তাদের নিয়ে দ্রৌপদী মূর্মু এনডিএ পদপ্রার্থী হিসেবে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানানো হলো বিজেপি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের পক্ষ থেকে।
এদিন অভিনন্দন জানানোর জন্য পদযাত্রা ও নাচ গানের মধ্য দিয়ে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানানো হয়।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিল , বিজেপির জেলা কোষাধক্ষ্য জগদিশ প্রামানিক, মন্ডল নেতৃত্ব কালিপদ শাসমল, আশীষ মান্না, সুকুমার মন্ডল, অলক ভৌমিক, শংকর সামন্ত, বুথ সভাপতি সন্ন্যাসী মুর্মু,এসটি মোর্চার মন্ডল পেসিডেন্ট হারাধন মুর্মু,ও মন্ডল, বুথ শক্তি কেন্দ্র সমস্ত নেতৃত্ব বৃন্দ এবং জনজাতি সম্প্রদায়ের মানুষজনেরা অভিনন্দন যাত্রায় উপস্থিত হন।