শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও দেউলিয়া বাজার এলাকায় অসহায়,দরীদ্র ও ভবঘুরেদের পাশে দাঁড়ালো কোলাঘাট সামাজিক সেবা সমিতি।এদিন কোলাঘাট স্টেশন ও বাজার এলাকায় এবং দেউলিয়া বাজার এলাকায় দুঃস্থ ও ভবঘুরেূের হাতে তুলে দেওয়া হলো শীতের চাদর ও বিস্কুট।
এদিন রাতে কোলাঘাট সামাজিক সেবা সমিতির কর্নধার আবিদার মল্লিক প্রায় একশো জন মানুষকে তুলে দিলেন শীতের চাদর।সামাজিক সেবা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
আবিদার বাবু জানান,আরো বেশ কয়েকদিন ধরে চলবে এই শীতবস্ত্র দান এবং এই সমস্ত দুঃস্থ মানুষদের রাতের আহারও তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে।