খালে আবর্জনা ফেলা বন্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে ডেপুটেশান




পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পার্শ্বস্থান দিয়েই বয়ে গিয়েছে মেছেদা বাপুর খাল। গুরুত্বপূর্ন এই বাজারে কোন ভ্যাট না থাকায় ও সচেতনতার অভাবে পার্শ্ববর্তী বাসিন্দারা বাড়ির সমস্ত রকম আবর্জনা ওই খালে ফেলাচ্ছে। এবং পরিবেশ দূষিত করছে। 

মেছেদায় একটি স্থায়ী ভ্যাট নির্মাণ সহ এলাকার পরিবেশ দূষণ প্রতিরোধে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির লাগাতার আন্দোলনের ফলেই গত কয়েক বছর আগে ওই ব্যাপারে তৎকালীন তমলুকের মহকুমা শাসকের উদ্যোগে সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধি সহ পরিবেশ সচেতন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে 'মেছেদা পরিবেশ সুরক্ষা কমিটি' তৈরী হয়েছিল। এস ডি ও (তমলুক) সভাপতি এবং বি ডি ও (শহীদ মাতঙ্গিনী) যথাক্রমে কমিটির সভাপতি ও আহ্বায়ক মনোনীত হন।


 কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল ওই খালে যাতে কেউ কোনো প্লাস্টিক সহ আবর্জনা না ফেলায় সে ব্যাপারে ওই কমিটি তদারকি করবে , সেইমতো ওই বছর বিশ্ব পরিবেশ দিবসে একটি পদযাত্রা করে জনসাধারণকে সচেতনও করা হয়েছিল। কিন্তু  তার পরপরই তৎকালীন এসডিও মহাশয় বদলি হয়ে যাওয়ার পর সেই কমিটি এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। খুব সম্প্রতি সেচ ও তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ মেচেদা বাঁপুর খাল প্রায় পূর্ণাঙ্গ অংশ সংস্কার হয়েছে। এই অবস্থায় মেচেদা পরিবেশ সুরক্ষা কমিটিকে পুনরায় সক্রিয় করে উপরোক্ত সিদ্ধান্ত কার্যকর করার মাধ্যমে জনসাধারণ যাতে ওই খালে কোন আবর্জনা না ফেলায় সেই দাবিতে আজ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তমলুকের মহকুমা শাসক ও শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অমিত গায়েনকে একটি স্মারকলিপি দেওয়া হয়।

 কমিটির মুখপাত্র তথা মেচেদা পরিবেশ সুরক্ষা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক জানান,বর্তমান এস ডি ও এবং বি ডি ও এ ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন