কন্টাই কো-অপারেটিভ ব্যাংকে হেলথ চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প

 



উত্তর পুর্ব ভারতের সর্ববৃহৎ আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির কন্টাই কো-অপারেটিভ ব্যাংকে কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর আয়োজিত হেলথ চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প রবিবার আয়োজিত হল । সহায়তায় ছিলো লায়ন্স ক্লাব অফ কন্টাই ।শিবিরের উদ্বোধন করেন কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের সম্পাদক অ্যাপোলো আলী ।





তিনি বলেন এই ক্যাম্প আসলে ব্যাঙ্কের একটি সামাজিক প্রয়াস।ব্যাঙ্ক কর্মী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে কাঁথি পৌরসভা ও কাঁথি লায়ন্স ক্লাবের সাহায্য নেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন পৌরসভার হেলথ অফিসার  ডাঃ অনুতোষ পট্টনায়ক , কাঁথি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নন্দিতা পট্টনায়ক,দন্ত চিকিৎসক ডাঃ কৃষ্ণেন্দু বেরা এবং ভোলানাথ চক্ষু হাসপাতালের  চিকিৎসকরা।

অন্যান্যদের মধ্যে লায়ন্স ডিস্ট্রিক্টের জোন চেয়ারম্যান তথা ব্যাঙ্কের প্রাক্তন সম্পাদক সুবিমল মাইতি, কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক  তরুণ মহাপাত্র,কমলেশ মাইতি, রিতা ভূঁইয়া রায় প্রমূখ।


শিবির পরিচালনা করেন কাঁথি পৌরসভার হেলথ কো-অর্ডিনেটর এবং লায়ন্স ক্লাব অব কন্টাই এর সভাপতি  সুস্মিত মিশ্র।তিনি জানিয়েছেন  কন্টাই কো অপারেটিভ  ব্যাঙ্কের পাশাপাশি অন্যান্য সরকারী ও বেসরকারী ব্যাঙ্কের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এদিনের শিবির থেকে উপকৃত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন