সাধারণ মানুষকে পরিশুদ্ধ পানীয় জল খাওয়ার ব্যবস্থা করে দিতে উদ্যোগ গ্রহণ করল কাঁথি লায়ন্স ক্লাব। কাঁথি মহকুমা আদালতের সিভিল বার অ্যাসোসিয়েশনের অফিসের সামনে ওয়াটার এটিএম মেশিন বসালো এই স্বেচ্ছাসেবী সংস্থা । মাত্র দুই টাকা দিয়ে এখান থেকে এক লিটার পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে।
এই ওয়াটার এটিএম মেশিনের উদ্বোধন করেন কাঁথী পৌরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী ও লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১এর ডিস্ট্রিক গভর্নর আশিস সালুই।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১এর ভাইস ডিস্ট্রিক গভর্নর পার্থ চ্যাটার্জি,লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১এর ওয়াটার প্রজেক্টের চেয়ারম্যান বারিদবরণ মণ্ডল,জিএসটি কোর্ডিনেটর দেবাশিস শেঠ, কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাংশু মাইতি প্রমুখ।
কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন ছুটির দিনগুলো বাদ দিলে প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষ কাঁথি মহকুমা আদালতে নানা কারণে আসেন। সেই মানুষগুলোকে পানীয় জল পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো ।তাই কাঁথি লায়ন্সক্লাব সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো।
কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী শুভদীপ বেরা জানিয়েছেন কাঁথি আদালতে আসা মক্কেলদের পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হতো। এই সমস্যা দীর্ঘদিনের ।কাঁথি লায়ন্স ক্লাব এগিয়ে এসে সেই সমস্যার সমাধান করায় আমরা খুশি ।
ওয়াটার এটিএম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হওয়ায় খুশি সমস্ত আইনজীবী সহ আদালতের নিত্যদিনের কাজের সাথে যুক্ত মানুষ জনেরা ।
এদিনের এই অনুষ্ঠান সঞ্চালনা করেন কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের পরিচালকমণ্ডলীর সদস্য অমিত ত্রিপাঠী ও রামকৃষ্ণ পন্ডা