পটাশপুর-ভগবানপুরে ত্রান বিলি করলো কাঁথি লায়নেস ক্লাব

 



পূর্ব মেদিনীপুর জেলার জল প্লাবিত এলাকার মানুষদের পাশে দাঁড়ালো কাঁথি লায়নেস ক্লাব ও কাঁথি লায়ন্স ক্লাব।

সাম্প্রতিক প্রবল বর্ষন ও কেলেঘাই নদীর বাঁধ ভাঙ্গনের জেরে পটাশপুর ও ভগবানপুরের বহু এলাকা জলের তলায় চলে গেছে।বহু মানুষ নিজের ঘরে জলবন্দী।আবার অনেককে করোনা আবহের মধ্যেই আশ্রয় নিতে হয়েছে সরকারি ত্রান শিবির গুলিতে।এই অবস্থায় এই সকল এলাকায় খাদ্য-পানীয় জল নিয়ে হাহাকার পরিস্থিতি।অন্যাব্য বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাঁথ লায়নেস ক্লাব ও কাঁথি লায়ন্স ক্লাবও এই দুর্গত মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে বুধবার ভগবানপুর ১ব্লকের দক্ষিণ সুকমাজি ও পটাশপুর ২ ব্লকের চকভোগী ক্ষেত্রপাল এলাকার ৩০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হল ত্রান সামগ্রী। 




এই ত্রান সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,সম্পাদক তরুনকান্তি মহাপাত্র প্রমুখ।

কাঁথি লায়নেস ক্লাবের সভানেত্রী স্বাগতা নন্দ জানিয়েছেন প্রত্যেক পরিবারের হাতে মুড়ি,ভাজা চিড়া,বিস্কুট,চানাচুর ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন