দেবীপক্ষের সূচনায় কাঁথি লিও ক্লাবের পরিচালনায় স্কুল ডি লাইটের সভাগৃহে একদিনের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।কন্টাই চেস সোসাইটির সহায়তায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লক্ষীনারায়ন সাহু।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী।পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কন্টাই চেস সোসাইটির সম্পাদক মুন্না খাজা,লায়ন্সের জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের দুই প্রতিষ্ঠাতা সদস্য বারিদ বরন মন্ডল,রমেন্দ্র নাথ দাস,প্রাক্তন সভাপতি বরুন জানা,ফাস্ট ভাইস প্রেসিডেন্ট অশোক জানা প্রমুখ।
কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ শিশির মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লক্ষীনারায়ন সাহু।পরে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা।স্বাগত ভাষন দেন কাঁথি লিও ক্লাবের সভাপতি অরিত্র দে ।অতিথিরা তাঁদের ভাষনে কাঁথি লিও ক্লাবের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন ।খেলা গুলি পরিচালনা করেন সিঞ্চন পন্ডা,দেবজিৎ পাহাড়ী ও বসুন্ধরা ইসলাম।
কাঁথি লায়ন্স ক্লাবের থার্ড ভাইস প্রেসিডেন্ট শান্তনু গিরি জানিয়েছেন প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে ।আগামী রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে সকল সফল ও অংশগ্রহনকারী প্রতিযোগীকে পুরষ্কৃত করা হবে বলে তিনি জানিয়েছেন