কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে মরণোত্তর চক্ষু দান ও সচেতনতা সেমিনার

 



অন্ধত্ব বর্তমানে সারা দেশের মধ্যে একটি অন্যতম প্রধান সমস্যা।একমাত্র মরণোত্তর চক্ষু (কর্ণিয়া) দানের মাধ্যমেই সেই সমস্যার সমাধান করা যায়।এবার সেই সমস্যা সমাধানে মানুষের মধ্যে সচেতনতা গড়ে দিতে এবং মরণোত্তর চক্ষু ( কর্ণিয়া) দানে সবাইকে উৎসাহী করার উদ্যোগ নিলো কাঁথি লায়ন্স ক্লাব।

সোমবার কাঁথি লায়ন্স ক্লাব ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন এর সহায়তায় এই সেমিনারের আয়োজন করা হয় ।সহযোগী ছিলো কোষ্টাল প্রেস কর্ণার।






ভোলানাথ চক্ষু হাসপাতালের এই সেমিনারে বক্তব্য রাখেন কাঁথি লায়ন্স প্রাক্তন সভাপতি ডা: গৌতম জানা,কাঁথি লায়ন্স প্রাক্তন সভাপতি তথা চক্ষু হাসপাতালের সম্পাদক বরুন জানা,চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন এর আই ব্যাঙ্কের অন্যতম আধিকারিক প্রাক্তন অধ্যাপক প্রভাস কুমার সামন্ত,গ্রিফ কাউন্সিলার রাজকুমার সাউ,টেকনিক্যাল অফিসার বিশ্বজিৎ মাইতি।





সেমিনারে স্লাইট শোয়ের মাধ্যমে তুলে ধরা কেন মরণোত্তর চক্ষু দান প্রয়োজন,কি ভাবে সংগ্রহ করা হয় কর্ণিয়া,মানুষের সচেতনতা বৃদ্ধিতে কি কি করা উচিৎ ইত্যাদি বিষয় গুলি ।অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,ভোলানাথ চক্ষু হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটার তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বারিদবরন মন্ডল,কোস্টাল প্রেস কর্ণারের কর্মকর্তা সাংবাদিক কনিষ্ক মাইতি,অনিন্দ্য জানা,মিলন পন্ডা,কন্টাই চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি প্রমুখ।সকলেই কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে প্রশংশা করেছেন।




কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন আন্তর্জাতিক লায়ন্স ক্লাব সারা বিশ্ব জুড়ে অন্ধত্ব নিবারনে কাজ করে চলেছে।কাঁথি লায়ন্স ক্লাবও তার প্রায় জন্ম লগ্ন থেকে সেই কাজ করে যাচ্ছে।সেই প্রক্রিয়ার অন্যতম অঙ্গ এদিনের কর্মসূচী।কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র আরো বলেন এই কর্মিসূচীতে যোগ দিয়ে প্রায় ৫০ জন তাঁদের মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার বদ্ধ হয়েছেন।আমরা আশাকরি আগামী কয়েক দিনে আরো বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কাঁথি লায়ন্স ক্লাবের সাথে যোগাযোগ করে তাঁদের মৃত্যুর পরে চক্ষুদানে অঙ্গীকার করবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন