কাঁথি লিও ক্লাবের গল্পপাঠ প্রতিযোগিতা

 


বুধবার বিকালে  কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে কাঁথি লিও ক্লাবের সদস্য,সদস্যাদের নিয়ে গল্প পাঠের প্রতিযোগিতার আয়োজন করা হয় ।ক্লাবের সভাগৃহে প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

লিও ক্লাবের সভাপতি অরিত্র দে সহ ১৭ জন লিও সদস্য ও সদস্যা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ।বিচারক ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের দুই প্রাক্তন সভাপতি অরুন রায় ও অশোক নন্দ এবং ক্লাবের সম্পাদক তরুন মহাপাত্র।কাঁথি লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে ট্রেজারার ইন্দ্রনীল সামন্ত,প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রাক্তন সভাপতি বারিদ বরন মন্ডল,প্রাক্তন সভাপতি জগদীশ দিন্ডা,কমলেশ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে সপ্তক দাস,সোহম সাউ ও অনন্যা মন্ডল।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন এমন অভিনব উদ্যোগে খুশী লিওরা।তারা এমন ধরনের প্রকল্প আরো বেশী বেশী করে নেওয়ার জন্যে কাঁথি লায়ন্স ক্লাবের কাছে আবেদন জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন