সোনারপুর রাজপুর পুরসভা অঞ্চলে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কেভিড পেসেন্টদের জন্য বিনামূল্যে অক্সিজেন,বিনামূল্যে বাড়িতে রান্না করা খাবার,অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা,হল।
উপস্থিত ছিলপন সোনারপুর রাজপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস।সাধুবাদ জানান এই উদ্যোগের।
সোনারপুর রিক্রিয়েশন ক্লাবের সহোযোগীতায় এই কাজ করতে পেরে খুশী এই বেসরকারি সংস্থা।